এক নজরে ঢাকা বিভাগ

ঢাকা বিভাগ: 
অবস্থানঃ ২০●৫১ থেকে ২৫●২৫ উত্তর অক্ষাংশ এবং ৮৯●১৯ থেকে ৯১●১৫ পূর্ব দ্রাঘিমাংশ ।

সীমানাঃ উত্তরে ভারতের মেঘালয় রাজ্য, দক্ষিণে বাগেরহাট, পিরোজপুর, বরিশাল ও চাঁদপুর জেলা, পূর্বে সুনামগঞ্জ, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়া, কুমিল্লা ও চাঁদপুর জেলা, পশ্চিমে নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা জেলা।  

আয়তন              : ৩১০৫১ বর্গ কিঃ মিঃ
লোকসংখ্যা          : ৪,৬৭,২৯,০০০ 
জেলার সংখ্যা      : ১৩ টি
উপজেলার সংখ্যা : ৮৮ টি
উন্নয়ন সার্কেল  : ০১ টি (তেজগাঁও উন্নয়ন সার্কেল)
থানার সংখ্যা:  পুলিশ থানা ১৩৩ টি                   
মেট্রোপলিটন থানা -৪৯ টি                    
হাইওয়ে থানা- ০৪ টি                   
রেলওয়ে থানা-০৪টি                   
নৌ-থানা-০১ টি
সংসদীয় আসন: ৯৪ টি
সিটি কর্পোরেশন: ০৪ টি
ইউনিয়ন পরিষদ : ১২৪৮ টি
পৌরসভা: ৮৮ টি
গ্রাম: ২৫২৩৭ টি
মৌজা: ১২৭৬৫ টি
শিক্ষার হার : ৬২%
Dhaka_Division_districts_map NEW